ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

আজ ভয়াল ২৯ এপ্রিল, আঘাত হানে সাইক্লোন ম্যারি এন, প্রাণ হারান লাখো মানুষ

প্রকাশিত : ১৯:৫৫, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৫৫, ২৯ এপ্রিল ২০১৬

ভয়াল ২৯ এপ্রিল আজ। ১৯৯১ সালের এ দিনে চট্টগ্রাম ও কক্সবাজারসহ উপকূলীয় এলাকায় আঘাত হানে সাইক্লোন ম্যারি এন। এতে প্রাণ হারান লাখো মানুষ । ভয়াবহ এ প্রাকৃতিক দূর্যোগ আঘাত হেনেছিলো দক্ষিণ-পূর্ব উপকূলে। কক্সবাজার-মহেশখালী, বাঁশখালী, কুতুবদিয়া ও সন্দ্বীপসহ আশপাশের এলাকায় ঘণ্টা ২৫০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়টি আঘাত হানে। ঝড়ের প্রভাবে ২০ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে তলিয়ে যায় উপকূলীয় এলাকা। সরকারি হিসেব মতে, নিহত হয় ১ লাখ ৩৮ হাজার ২৪২ জন। গৃহহীন হয় লাখ লাখ মানুষ। চট্টগ্রাম বন্দরসহ এ অঞ্চলের অনেক অবকাঠোমো বিপর্যস্থ হয় ভয়াল এ ঘুর্ণিঝড়ে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি