ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিহত বাংলাদেশি দম্পতির ২ ছেলে গ্রেপ্তার

প্রকাশিত : ১৯:৫৪, ২৯ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৯:৫৪, ২৯ এপ্রিল ২০১৬

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় গুলিতে নিহত বাংলাদেশি দম্পতির দুই ছেলেকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠিয়েছে পুলিশ। ক্যালিফোর্নিয়ার শহর সান হোসের পুলিশ জানিয়েছে, নিহত দম্পতির বড় ছেলে ২২ বছর বয়সী হাসিব বিন গোলাম রাব্বি এবং তার ১৭ বছর বয়েসী ছোট ভাইকে কারাগারে পাঠিয়েছে আদালত। স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা জানান, শুক্রবার জুমার পর নিহত দম্পতির জানাজা হবে। তাদের দাফন করা হবে পাশের লিভারমোর সিটির ‘ফাইভ পিলার ফার্ম’ কবরস্থানে। গেলো রোববার বিকেলে ক্যালিফোর্নিয়ার বাড়িতে প্রকৌশলী গোলাম রাব্বি এবং হিসাবরক্ষক শামিমা সান হোসের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি