ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে তীব্র গরমে বেড়ে গেছে শিশুদের ডায়রিয়া ও নিউমোনিয়া

প্রকাশিত : ০৮:৫৮, ৩০ এপ্রিল ২০১৬ | আপডেট: ০৮:৫৮, ৩০ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

চট্টগ্রামে তীব্র গরমে বেড়ে গেছে শিশুদের ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগ। হাসপাতালগুলোতে শিশু ও নবজাতকদের ভিড় বেড়েছে। তবে, স্বজনরা অভিযোগ করেছেন, চাহিদামতো মিলছে না সেবা। এই গরমে বিশুদ্ধ পানি ও তরল খাবার বেশি খাওয়াতে পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ক’দিনের টানা তাপদাহে এমনিতে অতীষ্ট নগরজীবন। তারওপর বাড়ছে ডায়রিয়া, ভাইরাস জ¦র, কাশি, শ্বাসকষ্টজনিত নানা রোগ। আগ্রাবাদের মা-শিশু ও জেনারেল হাসপাতালে শিশুদের জন্য ২৬০ শয্যার ব্যবস্থা থাকলেও, ভর্তি আছে সাড়ে ৩ শ রোগী। এদের ৫০ জনই ডায়রিয়ায় আক্রান্ত শিশু। বাকিরা জ্বর ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, আন্দরকিল্লা জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রেও দেখা গেছে একই চিত্র। তবে প্রত্যাশামতো চিকিৎসা সেবা না পেয়ে ক্ষোভ জানিয়েছেন রোগীর স্বজনরা। চিকিৎসকরা বলছেন, গরমজনিত রোগে আক্রান্ত শিশু রোগীর চাপ বাড়ছেই। শিশুদের গরমে রোগের প্রকোপ থেকে রেহাই দিতে পরিচ্ছন্ন রাখা, বিশুদ্ধ পানি পান, বাসি ও রাস্তার খোলা খাবার না খাওয়াসহ বেশি করে তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি