ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চা দোকনি বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশিত : ১৮:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

babul deadরাজধানীর মিরপুরে পুলিশের হামলায় চা দোকনি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহীন মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার ঐ ঘটনায় আরো ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। বুধবার রাতে শাহ আলী থানার বেশ কয়েক পুলিশ সদস্য চাঁদা না পেয়ে চা দোকানি বাবুলের উপর হামলা ও দোকানে ভাংচুর চালায়। সেসময় চুলা ছিঁটকে বাবুলের গায়ে কেরোসিন পড়লে আগুনে দগ্ধ হন বাবুল। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি