ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চা দোকনি বাবুলের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রত্যাহার

প্রকাশিত : ১৮:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:৩৮, ৫ ফেব্রুয়ারি ২০১৬

babul deadরাজধানীর মিরপুরে পুলিশের হামলায় চা দোকনি বাবুল মাতুব্বরের মৃত্যুর ঘটনায় শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম শাহীন মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। ঢাকা মেট্রোপলিট্রন পুলিশের উপ-পুলিশ কমিশনার মারুফ হোসেন সর্দার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার ঐ ঘটনায় আরো ৫ পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। বুধবার রাতে শাহ আলী থানার বেশ কয়েক পুলিশ সদস্য চাঁদা না পেয়ে চা দোকানি বাবুলের উপর হামলা ও দোকানে ভাংচুর চালায়। সেসময় চুলা ছিঁটকে বাবুলের গায়ে কেরোসিন পড়লে আগুনে দগ্ধ হন বাবুল। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় তার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি