ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

কৃষক- শ্রমিকের কল্যাণে কাজ করে যাচ্ছে সরকারঃ প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩৭, ১ মে ২০১৬ | আপডেট: ১৯:৩৭, ১ মে ২০১৬

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক- শ্রমিকের কল্যাণে সরকার কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের সঠিক পরিকল্পনার কারণে দেশ উন্নয়নের ধারায় এগোচ্ছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি। রোববার <ংঃৎড়হম>বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মে দিবসের আলোচনা সভায় প্রধানমন্ত্রী মালিক- শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখারও আহবান জানান। মহান মে দিবস উপলক্ষে শ্রম মন্ত্রণালয় আয়োজিত আলোচনা সভায় যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, ৭৫ এর পর শ্রমিকরা কেবল নির্যাতিত হয়েছে। অন্যদিকে, আওয়ামী লীগ সরকার যখনই ক্ষমতায় এসেছে শ্রমিকদের কল্যাণে কাজ করেছে। তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মজুরি বাড়ানো ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে সরকার। তিনি বলেন, বর্তমান সরকার ব্যবসা করতে আসেনি। দেশের মানুষের কল্যাণে কাজ করাই একমাত্র লক্ষ্য। বর্তমান সরকারের সঠিক নীতির কারণে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে, সবাইকে একযোগে কাজ করার আহবান জানান প্রধানমন্ত্রী। মালিক- শ্রমিকদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখারও আহবান জানান তিনি। যত্রতত্র কলকারখানা না গড়ে, কৃষি জমি রক্ষা করে শিল্পায়ন করার আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি