রাজধানীতে আগুনে পুড়ে গেছে ২ শতাধিক দোকান
প্রকাশিত : ১০:৫৪, ২ মে ২০১৬ | আপডেট: ১০:৫৪, ২ মে ২০১৬
রাজধানীর কারওয়ান বাজারের হাসিনা মার্কেটের দুই শতাধিক দোকান পুড়ে গেছে। এগুলোর বেশিরভাগই ছিল মসলার আড়ৎ। পাশাপাশি লেপ-তোষকের দোকান এবং খাবারের দোকানও ছিল সেখানে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ২৬টি ইউনিট। ব্যবসায়ীদের দাবি, প্রায় ১০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার রাত পৌনে ৮টায় আগুন আগুন বলে চিৎকার, ছুটোছুটি কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে। এরপর আর নেভানোর সুযোগ দিলো না অনাহূত এই নিশি যমদূত। কিছুক্ষণের মধ্যেই ছাড়খার করে দিলো কোটি কোটি টাকার পণ্য।
আগুন ছড়িয়ে পড়ার সাথে সাথেই খবর পেয়ে ছুটে আসে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক বাহিনীর কয়েকটি ইউনিট। কিন্তু, বাড়তে থাকে আগুনের তাণ্ডব। তাই যোগ হয় মোট ২৬ টি ইউনিট। স্থানীয় দোকান মালিকরাও আপ্রাণ চেষ্টা করেন আগুন নেভাতে।
প্রায় দুই ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৯টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ততক্ষনে ছাই হয়ে গেছে ১৮৬টি দোকান।
ফায়ার সার্ভিসের পরিচালক ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, আগুনের ব্যাপকতা বেশি ছিলো।
তবে আগুন কিভাবে লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি তারা। এ ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে দমকল বাহিনী। এছাড়া, পুড়ে যাওয়া দোকানগুলোতে মসলা সামগ্রী বেশি থাকায়, আসন্ন রোজা ও ঈদে এর প্রভাব পড়া নিয়েও শঙ্কা জানিয়েছেন ব্যবসায়ীরা।
আরও পড়ুন