ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে ভিয়ারিয়াল

প্রকাশিত : ১৩:০৭, ২ মে ২০১৬ | আপডেট: ১৩:০৭, ২ মে ২০১৬

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় ভ্যালেন্সিয়াকে ২-০ গোলে হারিয়েছে শিরোপা প্রত্যাশি ভিয়ারিয়াল। প্রতিপক্ষের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক খেলতে থাকে ভিয়ারিয়াল। ১৪ মিনিটে স্প্যানিশ স্ট্রাইকার স্যামুয়েল গোল করলে ১-০ তে লিড নেয় ভিয়ারিয়াল। এরপর ৩৩ মিনিটে আদ্রিয়ান লোপেজ গোল করে ব্যবধান দ্বিগুন করেন। ম্যাচের বাকি সময় আর গোল না হলে ২-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়ে দুদল। ৩৬ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের ৪ নম্বরে রয়েছে ভিয়ারিয়াল। আর সমান ম্যাচে ৪৪ পয়েন্টে ভ্যালেন্সিয়ার অবস্থান ৮ নম্বরে। রাতের অন্যম্যাচে, সেল্টা ভিগোকে ২-১ গোলে হারিয়েছে আথলেটিকো বিলবাও।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি