বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বৈকালিক বিশেষায়িত বর্হিবিভাগ সেবা চালু
প্রকাশিত : ১৭:০৮, ২ মে ২০১৬ | আপডেট: ১৭:০৮, ২ মে ২০১৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু সার্জারি বিভাগে বৈকালিক বিশেষায়িত বর্হিবিভাগ সেবা চালু হয়েছে। দুপুরে এর উদ্বোধন করেন উপাচার্য ডা. কামরুল হাসান খান ।
চিকিৎসকরা জানান, এখন থেকে রোগীরা টিকেট কেটে বিকেল তিনটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিশেষজ্ঞদের পরার্মশ নিতে পারবেন । এছাড়া পূর্ণাঙ্গভাবে বিশটি বিভাগে চালু রয়েছে বৈকালিক বিশেষায়িত সেবা । শিশু সার্জারি ছাড়াও থাকছে চর্ম, কার্ডিওলজি, ইন্টারনাল মেডিসিন, পেইন ক্লিনিকসহ বেশ কিছু সেবা । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য মন্ডলী, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার ও প্রক্টরসহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা।
আরও পড়ুন