ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

কাল ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৮:২৫, ২ মে ২০১৬ | আপডেট: ১৮:২৫, ২ মে ২০১৬

কাল ঢাকা আসছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে ঢাকা আসবেন তিনি। সফরে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন কুয়েতি প্রধানমন্ত্রী। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। তার সফরে কুয়েতের সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি, সুরক্ষা, সামরিক সহযোগিতা ও ভিসা সহজকরণ সংক্রান্ত তিনটি চুক্তি সই হওয়ার কথা রয়েছে। তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বিকেলে ঢাকা ছাড়বেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি