ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

প্রথমবারের মতো শিরোপা জিতেছে লিস্টার সিটি

প্রকাশিত : ০৯:৩১, ৩ মে ২০১৬ | আপডেট: ০৯:৩১, ৩ মে ২০১৬

প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগে শিরোপা জিতে ইতিহাস গড়েছে লিস্টার সিটি। মৌসুমের শুরুতে তাদের জয়ের সম্ভাবনা ধরা হচ্ছিল পাঁচ হাজার বারে একবার। অথচ সেই অসম্ভবটি সম্ভব করেছে তারা। রাতের ম্যাচটি ছিল টটেনহ্যাম হটস্পার আর চেলসির মধ্যে। রোববার লিস্টার সিটি আর ম্যানচেস্টার ইউনাইটেডের মধে ম্যাচটি ড্র হবার পর হিসেব দাড়িয়েছিল, চ্যাম্পিয়ন হবার জন্য টটেনহ্যামকে বাকি তিনটি ম্যাচ জিততে হবে। কিন্তু সব গোলমাল করে দিল গত মৌসুমের চ্যাম্পিয়ন চেলসি। রাতের ম্যাচটি শেষ হলো ২-২ গোলের ড্র দিয়ে। ফলে টুর্নামেন্টের দুই ম্যাচ বাকি থাকতেই জিতে গেল লিস্টার। ক্লাবের ১৩২ বছরের ইতিহাসে প্রথমবারের মতো প্রিমিয়ার লীগ শিরোপা জিতল দলটি। দুই বছর আগেও লিস্টার ছিল দ্বিতীয় সারির দল।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি