ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ম্যান সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ

প্রকাশিত : ১২:০২, ৪ মে ২০১৬ | আপডেট: ১২:০২, ৪ মে ২০১৬

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে দ্বিতী লেগের খেলায় ম্যান সিটির মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। রিয়ালের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে এই ম্যাচ। প্রথম লেগের খেলাটি গোল শুন্য ড্র হয়েছিল। ঘরের মাঠে নিজেদের দর্শকদের সামনে জয় ছাড়া কিছুই ভাবছেননা রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান। এছাড়া ইনজুরি কাটিয়ে দলের সাথে যোগ দিয়েছেন দলের পর্তুগীজ তারকা রোনাল্ডো। এতে নির্ভার রয়েছে স্বাগতিকরা। অন্যদিকে, ইনজুরি কাটিয়ে দলের অনুশীলন করেছে ম্যান সিটির মধ্যমাঠের তারকা খেলোয়াড় ইয়া ইয়া তোরে। রিয়ালের মাঠে খেললেও জয় নিয়ে ফাইনালে যেতে আত্মবিশ্বাসী ম্যান সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি