ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য বাংলাদেশ বড় উদাহরণ: বার্নিকাট   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৫৮, ১৬ ফেব্রুয়ারি ২০১৮

সব ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের জন্য বাংলাদেশ বিশ্বে বড় একটা উদাহরণ বলে উল্লেখ করেছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্লুম বার্নিকাট। 

শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরায় বৌদ্ধধর্মের একটি অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

নবনির্মিত এই বৌদ্ধ মহাবিহারে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ বৌদ্ধ সমিতি। এ সময় ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন চট্টগ্রাম থেকে আসা বৌদ্ধ ভিক্ষুরা।

মার্শা বার্নিকাট বলেন, ‘বিশ্বে এটা একটা বড় উদাহরণ যে বিভিন্ন ধর্মের মানুষ বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। আর বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম হলেও এটা একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। সব ধর্মের মানুষের মধ্যে একই মর্যাদা বিদ্যমান।’

বাংলাদেশে সব ধর্মের জন্য স্বাধীন পরিবেশ বজায় রাখার জন্য সরকারকে ধন্যবাদ দেন মার্কিন রাষ্ট্রদূত। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি