ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আটক ৪০ বাংলাদেশি

প্রকাশিত : ১২:৩৮, ৬ মে ২০১৬ | আপডেট: ১২:৩৮, ৬ মে ২০১৬

ধর্মভিত্তিক জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে ৪০ বাংলাদেশি গ্রেপ্তারের ঘটনা, সেদেশে জনশক্তি রপ্তানীতে বিরূপ প্রভাব ফেলতে পারে। জনশক্তি রপ্তানী বিশেষজ্ঞদের এমন আশঙ্কার সাথে সহমত জানিয়েছেন অভিবাসীরাও। চলতি বছর আরও প্রায় ৫০ হাজার দক্ষ শ্রমিক নেবে সিঙ্গাপুর। এমনই চোখ ধাধানো সব অট্টালিকা, শপিং মল, ভ্রমন পিয়াসীদের দর্শনীয় স্থান, পরিচ্ছন্ন সড়ক, ঐহিত্যবাহী স্থাপনা, ব্যবসা প্রতিষ্ঠান আর সুশৃঙ্খল জীবনের প্রতীক হিসেবেই বিশ্বজুড়ে নগর রাষ্ট্র সিঙ্গাপুরের পরিচিতি। ১৯৬৫ সালে মালয় ফেডারেশন থেকে স্বাধীন হওয়া ৭১৯ বর্গকিলোমিটারের এই নগর রাষ্ট্রের মাথাপিছু জিডিপি ৬৫ হাজার মার্কিন ডলার। ৫৫ লাখ জনসংখ্যা অধ্যুষিত দেশটিতে অভিবাসী শ্রমিকের সংখ্যাও অনেক। পরিসংখ্যান বলছে, প্রায় ৮০ হাজার বাংলাদেশিসহ কর্মরত রয়েছে অন্যান্য দেশের ১৫ লাখ শ্রমিক। বাংলাদেশের শ্রমিকদের জন্য নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত এই দেশটি আর বেশিদিন নিরাপদ থাকছে না। সম্প্রতি জঙ্গিবাদে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজনকে সেখানে গ্রেপ্তারের পর অন্তত তা-ই স্পষ্ট হয়েছে। গত বছর আর চলতি বছরে কয়েক দফার অভিযানে ধর্মভিত্তিক জঙ্গিবাদের সাথে জড়িত থাকার অভিযোগে দেশটিতে গ্রেপ্তার হয় ৪০ বাংলাদেশি। এদের মধ্যে ৩২ বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদের ঢাকায় ফেরত পাঠায় সিঙ্গাপুর। আর গ্রেপ্তার দেখিয়ে ৮ বাংলাদেশির বিষয়ে তদন্ত করছে দেশটির আইনশৃঙ্খলাবাহিনী। তাদের কাছ থেকে এরিমধ্যে বাংলাদেশে হামলা পরিকল্পনার তথ্যও মিলেছে। জনশক্তি রপ্তানী বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশিদের বিরুদ্ধে জঙ্গি তৎপরতার অভিযোগ উঠায় দেশটিতে জনশক্তি রপ্তানীর উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে। একই রকম আশঙ্কার কথা জানালেন ঐ দেশের অভিবাসীরাও। তবে এ বিষয়ে সিঙ্গাপুরের বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আয়েশা সিদ্দীকা শেলীর সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে এ বিষয়ে পরে জানাবেন বলে জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি