ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

জাপানে শুরু হয়েছে সাকুরাজিমা আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

প্রকাশিত : ১২:১৮, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৫:৪৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

আগুনের সৌন্দর্য দেখালো জাপানের দক্ষিণাঞ্চলে সাকুরাজিমা আগ্নেয়গিরি। রাতের আকাশে অপার্থিব এক দৃশ্য সৃষ্টি করে অগ্ন্যুৎপাত। জ্বলজ্বলে লাভা আলোকিত হয় এক মাইলেরও বেশি এলাকা। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি। রাতের আকাশে আলোর ঝলকানি। আতশবাজি নয়, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতই দেখালো এমন অপরুপ ছবি। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা। জেগে ওঠে জাপানের সাকুরাজিমা আগ্নেয়গিরি। শুরু হয় লাভার উদগীরণ। তবে ভয়াবহতাকে ছাড়িয়ে মুখ্য হয়ে ওঠে সৌন্দর্য। কালো ধোঁয়ার মাঝে আগুনের ফুলকি ছুঁয়ে যায় আকাশ। এরমাঝে বিদ্যুতের ঝলকানি, অপার্থিব এক ছবি তৈরি করে। আর সাকুরাজিমার পাদদেশে জ্বলজ্বলে কমলা রংয়ের লাভায় আলোকিত হয়ে ওঠে পুরো এলাকা। ভূ-তাত্ত্বিক সংস্থা বলছে, এক মাইলেরও বেশি এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে লাভা। তবে ওই এলাকায় আগে থেকেই যাতায়াত নিষিদ্ধ হওয়ায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তারপর নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেয়ার আশপাশের বাসিন্দাদের। এরআগে ভারত মহাসাগরের ফরাসি দ্বীপ রিইউনিয়নে দেখা গিয়েছিল এমন দৃশ্য।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি