ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা আগ্রহী হয়ে উঠছেন মৌমাছি চাষে

প্রকাশিত : ১৬:২০, ৬ মে ২০১৬ | আপডেট: ১৬:২০, ৬ মে ২০১৬

অল্প খরচে বেশী লাভ হওয়ায় মৌমাছি চাষে আগ্রহী হয়ে উঠছেন পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র উদ্যোক্তারা। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় মধু উৎপাদন করে সফলতা পেয়েছেন চাষীরা। আর্থিক স্বচ্ছলতাও ফিরছে তাদের। চাষীরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও পর্যাপ্ত প্রশিক্ষণ পেলে পার্বত্য অঞ্চলে বাড়বে মৌ-চাষ। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার সূতকর্মাপাড়া এলাকার সফল মৌ চাষী দেবল মণি চাকমা। প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ৭৩ বছর বয়সী এই শিক্ষক অবসরের পর বই পড়ে মৌমাছি চাষে আগ্রহী হয়ে উঠেন। পরে বাড়ির আঙ্গিনায় সরিষা ক্ষেতের পাশে শুরু করেন মৌমাছি চাষ ও মধু আহরণ। লাভজনক হওয়ায় আরও অনেকে পরবর্তীতে শুরু করেন মৌমাছি চাষ। বর্তমানে খাগড়াছড়ি সদর উপজেলার বিভিন্ন এলাকায়ও চাষ হচ্ছে মৌমাছি। তবে, সরকারি পৃষ্টপোষকতা, প্রশিক্ষণের অভাব আর প্রয়োজনীয় যন্ত্রপাতি না থাকার কথা জানালেন মৌ-চাষীরা। আম ও লিচু বাগানে মৌমাছির চাষ করলে, আরো লাভবান হওয়া সম্ভব বলে জানিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর্থিকভাবে লাভবান হওয়ায় ক্রমেই খাড়গাছড়িতে বাড়ছে মৌমাছির চাষ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি