ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় চাঁদা না দেয়ায় মন্দিরের সেবক হত্যা, আহত ১

প্রকাশিত : ১৮:৪৪, ৬ মে ২০১৬ | আপডেট: ১৯:১২, ৬ মে ২০১৬

Ekushey Television Ltd.

সাতক্ষীরার আশাশুনিতে চাঁদা না দেয়ায় ইসকন মন্দিরের এক সেবককে  পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। আহত পঙ্কজ সরকারকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে মন্দিরের পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন তিনি। এ সময় দেবহাটার জিয়াউর রহমান ওরফে আফগান জিয়ার নেতৃত্বে কয়েকজন তার উপর হামলা চালায়। আহতের ভাই জানান, কয়েক মাস আগে পঙ্কজের কাছে তিন লাখ টাকা চাঁদা দাবি করেছিল জিয়া। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি