ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আন্তজার্তিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশিত : ১২:১১, ৭ মে ২০১৬ | আপডেট: ১২:১১, ৭ মে ২০১৬

স্তন ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরি ও ঝুঁকি প্রতিরোধে চট্টগ্রামে প্রথমবার অনুষ্ঠিত হয়েছে আন্তজার্তিক ব্রেস্ট ক্যান্সার সম্মেলন। নগরীর পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এ সম্মেলনের আয়োজন করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওথেরাপি বিভাগ। দেশের বিভিন্ন স্থান থেকে সাড়ে চারশ চিকিৎসক অংশ নেন সম্মেলনে। এতে পাঁচটি সেশনে দেশি-বিদেশি প্রায় ৩০ জন ক্যান্সার বিশেষজ্ঞ তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। সম্মেলনের উদ্বোধন করেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। সেসময় তিনি চট্টগ্রাম মেডিকেলেও রেডিওথেরাপী বিভাগের দীর্ঘদিন ধরে অকেজো থাকা মেশিনের স্থলে নতুন মেশিন আনার ব্যাপারে আশ্বাস দেন ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি