ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরিয়ায় আইএস বিরোধী হামলায় তুরস্ক সীমান্তে বেড়েই চলেছে শরণার্থী

প্রকাশিত : ১২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১২:৪২, ৬ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়ার আলেপ্পোতে আইএস বিরোধী হামলা জোরদারের পর তুরস্ক সীমান্তে শরণার্থীদের ঢল বেড়েই চলেছে। জাতিসংঘ ও তুর্কি কর্তৃপক্ষ বলছে, কমপক্ষে ১৫ হাজার সিরিয় শরণার্থী জড়ো হয়েছে সীমান্তে। খাদ্য ও আশ্রয় দেয়ার মতো প্রস্তুতি থাকলেও আপাতত সীমান্তের দরজা বন্ধ রেখেছে তুর্কি কর্তৃপক্ষ। গেল কয়েকদিন ধরে আলেপ্পো শহরের দক্ষিণাঞ্চলে সরকারি বাহিনীর সহায়তায় বিমান হামলা জোরদার করে রাশিয়া। ন্যাটোর অভিযোগ, শান্তি আলোচনাকে অগ্রাহ্য করে বিমান হামলা চালিয়েই যাচ্ছে রাশিয়া। এদিকে, মানবিক সহায়তা পৌঁছানোর জন্য যুদ্ধবিরতির চেষ্টা চলছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি