ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ২৪ ঘন্টার ধর্মঘটের আহ্বান

প্রকাশিত : ১২:২০, ৭ মে ২০১৬ | আপডেট: ১২:২০, ৭ মে ২০১৬

Ekushey Television Ltd.

অনিবন্ধিত সিএনজি অটোরিকশার নিবন্ধন প্রদানসহ ৬দফা দাবীতে সোমবার বৃহত্তর চট্টগ্রামের সব রুটে ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘট আহ্বান করেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। শুক্রবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ধর্মঘট আহ্বান করা হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মুসা। হাইকোর্টের নির্দেশ উপেক্ষা করে চট্টগ্রাম মহানগরীতে চলাচলকারী অনিবন্ধিত সিএনজি অটোরিকশা চলাচলে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করা হয়। পুলিশের রিকুইজেশন ও টোকেন বাণিজ্য বন্ধ, পরিবহন শ্রমিকদের উপর শারীরিক নির্যাতনসহ ৬ দফা দাবীতে এই ধর্মঘট ডাকা হয়েছে।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি