ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী

প্রকাশিত : ১৬:১৪, ৭ মে ২০১৬ | আপডেট: ১৬:১৪, ৭ মে ২০১৬

স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে মুখোমুখি হচ্ছে ঢাকা ও চট্টগ্রাম আবাহনী । বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায় । দু দলের লক্ষ্যই শিরোপা জয় । স্থানীয় খেলোয়াড়দের পাশপাশি নাইজেরিয়ান ফরোয়ার্ড সানডে চিজোবা ও ইংলিশ ফরোয়ার্ড লি টার্ককে নিয়ে বেশ আত্ম বিশ্বাসী ঢাকা আবাহনী । অপরদিকে চট্টগ্রামবাসিকে ট্রফি উৎসর্গ করার জন্যই মাঠে নামবে চট্টগ্রাম আবাহনীর ফুটবলাররা । নিষেধাজ্ঞায় থাকায় দলের ৫ ফুটবলারের অনুপস্থিতি কিছুটা হলেও দলকে ভোগাবে ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি