ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

প্রকল্পের নামে অহেতুক ব্যয় না বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ২০:৪০, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ২২:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬

বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর সমাজ বিনির্মানে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পের নামে অহেতুক ব্যয় না বাড়াতেও বলেন তিনি। শনিবার দুপুরে রাজধানীতে প্রকৌশলীদের ৫৬তম কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। উন্নয়ন কাজ দ্রুত বাস্তবায়নেরও তাগিদ দেন শেখ হাসিনা। PMইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট প্রাঙ্গনে প্রকৌশলীদের ৫৬তম কনভেনশনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনভেনশনের শুভ উদ্বোধন ঘোষনা করেন তিনি। অনুষ্ঠানে দেয়া ভাষনে শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকারের সময়েই পরিকল্পিত উন্নয়ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নেও দেশ এখন পিছিয়ে নেই বলে উল্লেখ করেন তিনি। আবাসন প্রকল্পে অবশ্যই মাঠ রাখার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। নিজের দেশের সমস্যা নিজেরাই সমাধানের পরামর্শ দিয়ে, প্রকল্পের ব্যয় অহেতুক না বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রী। সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষা বাড়ানোরও পরামর্শ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সঙ্গে ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি