ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরের ৭ বছরেও চালু হয়নি নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ

প্রকাশিত : ১০:১৯, ৯ মে ২০১৬ | আপডেট: ১০:১৯, ৯ মে ২০১৬

লক্ষ্মীপুরের রামগতিতে নির্মাণের সাত বছরেও চালু হয়নি নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। এ কারণে ঘুর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কিংবা দুর্যোগের ঝুঁকিতে রয়েছে মেঘনা উপকূলীয় অঞ্চলের কয়েক লাখ মানুষ। আগাম বিপদ সংকেত না পাওয়ায় দুর্যোগকালীন সময়ে এ অঞ্চলের জেলেরা মাছ শিকারে গিয়ে পড়ছেন বিপদে। লক্ষ্মীপুর প্রতিনিধি জান্নাতুল ফেরদৌস নয়নের রিপোর্ট। মেঘনা উপকূলীয় অঞ্চলে প্রায় ১৮ লাখ মানুষের বাস। লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগর উপজেলায় প্রায় দু'লাখ মানুষের পেশা মাছ শিকার। আইলা,  মহাসেন ও নার্গিসের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয় তাদের। আগাম বিপদ সংকেত না পাওয়ায় ঝুঁকির মধ্যে পড়েন তারা। তাদের দাবিতেই ২০০৮ সালে রামগতি উপজেলার চর সেকান্দার গ্রামে দেড় একর জমির ওপর এক কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয় নৌ আবহাওয়া পূর্বাভাস কেন্দ্র। কিন্তু নির্মাণের পর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে কেন্দ্রটি। উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে কেন্দ্রটি চালুর করার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। তবে শুধু আশ্বাস নয় দ্রুতই কেন্দ্রটি চালু করার দাবি এলাকাবাসীর।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি