ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নোয়াখালীতে সন্তানসহ স্ত্রীকে হত্যা করেছে স্বামী

প্রকাশিত : ১৩:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৩:২৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

পারিবারিক কলহের জের ধরে নোয়াখালীর সুবর্নচরে নিজের সন্তানসহ স্ত্রীকে হত্যা করেছে স্বামী। পুলিশ ও এলাকাবাসী জানায়, নাফপাড়া গ্রামের রতন চন্দ্র নাথের সাথে তার স্ত্রী লাকী রানী নাথের বিয়ের পর থেকেই পারিবারিক কলহ চলছিলো। স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার পর্যায়ে শালিশী বৈঠকেও এনিয়ে সমাধান হয়নি। গতরাতে কথাকাটাকাটির এক পর্যায়ে সহযোগিদের নিয়ে রতন চন্দ্র নাথ তার স্ত্রী ও সন্তানকে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে। এ সময় তারা মৃতদেহ ঘরের পেছনে খড়ের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করলে লোকজন দেখে ফেলে ও পুলিশে খবর দেয়। পুলিশ এলাকাবাসীর সহযোগিতায় দুজনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় আটক করা হয়েছে স্বামী রতন চন্দ্র নাথসহ ৩ জনকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি