ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে অপহরণের অভিযোগে ২ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

প্রকাশিত : ১০:১৮, ৯ মে ২০১৬ | আপডেট: ১০:২৩, ৯ মে ২০১৬

শিশু অপহরণের অভিযোগে চট্টগ্রামে দুই যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। রোববার বিচারক রফিকুল ইসলামের আদালত এ রায় দেন। আদালত রায়ে প্রত্যোককে ২০হাজার টাকা জরিমাণা প্রদানেরও নির্দেশ দেন। সাজা পাওয়া আসামীরা হচ্ছেন, মাহফুজুর রহমান ও মো. রাসেল । ২০১৪ সালের ৪ ই আগষ্ট নগরীর কোতোয়ালী থানার রুমঘাটা এলাকা বাসিন্দা সাফায়েত হোসেন লিটনের ছেলে ফারহানুল আবিদ ওমরকে অপহরন করা হয়। পরে পরিবারের কাছে ৭ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মামলা হওয়ায় পুলিশ চালিতাতলী এলাকার জঙ্গলে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার ও দুই আসামিকে  গ্রেফতার করে পুলিশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি