বিরুপ আবহাওয়ার কারণে বাগানে আম না ধরায় চাষীদের মাথায় হাত
প্রকাশিত : ০৮:৫৭, ১০ মে ২০১৬ | আপডেট: ০৮:৫৭, ১০ মে ২০১৬
বিরুপ আবহাওয়ার কারণে চলতি মৌসুমে বান্দরবানে অধিকাংশ বাগানেই আম না ধরায় মাথায় হাত চাষীদের। লাভ তো দূরের কথা, বাগান পরিচর্যা খরচ না উঠার আশংকা করছেন তারা।
বান্দরবানের রাঙোয়া এবং আম্রপালি আমের খ্যাতি দেশজুড়ে।
বসন্তের শুরুতে মুকুলে ভরে গিয়েছিলো প্রত্যেকটি আম বাগান। আশায় বুক বেঁধেছিলেন চাষীরা। তবে মুকুল থাকা অবস্থায়ই অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জেলার অধিকাংশ গাছে এবার ফল ধরেনি । বাগান কিনতে আসেনি কোন ব্যবসায়ী ও আড়তদার। লাভ তো দূরের কথা চরম লোকসান গুনতে হবে বলে জানিয়েছেন কৃষক।
গেলো মৌসুমে জেলায় ৪ হাজার ৫শ’ ১৮ হেক্টর জমিতে ৭৬ হাজার ৮শ’ ৬ মেট্রিক টন আম উৎপাদন হয়েছিল। আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ার কারণে চলতি মৌসুমে আমের ফলন কম হয়েছে বলে জানালেন স্থানীয় কৃষি কর্মকর্তাও।
বান্দরবানে ৫ হাজার হেক্টর জমিতে রাঙোয়া এবং আম্রপালি আমের বাগান রয়েছে।
আরও পড়ুন