ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

স্বীকৃতি মেলেনি ভাষা সৈনিক ওয়াদুদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৯, ২৮ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১০:২৪, ২৮ ফেব্রুয়ারি ২০১৮

Ekushey Television Ltd.

কষ্টে আছেন নাটোরের ভাষাসৈনিক আবদুল ওয়াদুদ। দুই ছেলে বেকার। চাকরি থেকে অবসর নিয়েছেন ২১ বছর আগে। এখনো পাননি মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি। তাই পরিবার নিয়ে অনেকটাই অসহায় দিনযাপন করছেন নাটোরের রনাঙ্গনের এ মুক্তিযোদ্ধা।

বায়ান্নর ফেব্রুয়ারি, সারাদেশে ভাষা আন্দোলন তুঙ্গে। নাটোরের আবদুল ওয়াদুদ ষষ্ঠ শ্রেণীর ছাত্র। ঝাঁপিয়ে পড়েন ভাষার অধিকার আদায়ের আন্দোলনে। এদিকে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধা আবদুল ওয়াদুদ চাকরি করতেন জেলা প্রশাসাকের কার্যলয়ে অফিস সহকারি পদে। অবসর নেন ৯৭ সালে। আজও তিনি পাননি মুক্তিযোদ্ধা হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি।

এদিকে, এ বছর মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সহস্রাধিক বিদ্যালয়ে এলাকাবাসী নিজ উদ্যোগে নির্মাণ করেছেন এক হাজারেরও বেশি শহীদ মিনার। আর যশোরের শার্শায় অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার।

এদিকে এবারই প্রথম শ্রীমঙ্গলের টিকরিয়া, চকগাঁওসহ বিভিন্ন এলাকার শিক্ষার্থীরা প্রথমবারের মত শ্রদ্ধা জানিয়েছে শহীদ মিনারে। সাধারণ মানুষ নিজের টাকায় নির্মান করেছেন এইসব শহীদ মিনার।

অন্যদিকে, জামালপুরে শহীদ মিনারগুলোর পবিত্রতা রক্ষায় নেই কোন উদ্যোগ। তাই বছর জুড়েই চড়ে বেড়ায় গবাদিপশু। রাতে বসে মাদকসেবীদের আড্ডা। তাই এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের লোকদের সদিচ্ছার অভাবে শহীদ মিনারের পবিত্রতা রক্ষা করা সম্ভব হচ্ছে না।

এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি