ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হবিগঞ্জে শিশু হত্যা মামলায় ৫ আসামীর জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত : ১৯:৩০, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:৩০, ১০ মে ২০১৬

হবিগঞ্জের বাহুবলে ৪ শিশু হত্যা মামলায় ৫ আসামীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কাউছার আলমের আদালত এ আবেদন নামঞ্জুর করেন। একই সাথে মামলার চার্জশীট গ্রহণ না করে তা শুনানীর জন্য ২৫ মে পরবর্তী দিন নির্ধারণ করেন বিচারক। বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু হত্যা মামলায় আজ কারাগারে আটক ৫ আসামীর জামিন আবেদন করেন তাদের আইনজীবী। শুনানী শেষে বিচারক এ আবেদন নামঞ্জুর করেন। এছাড়া কারাগারে আটক মামলার আরা ২ আসামীর চার্জশীটের শুনানী হয়নি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি