ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশের বিভিন্ন জেলায় হত্যা মামলায় ৩ জনের ফাসি, ৮জনের যাবজ্জীবন

প্রকাশিত : ১৯:২৩, ১০ মে ২০১৬ | আপডেট: ১৯:২৩, ১০ মে ২০১৬

হত্যা মামলায় গাজীপুর, নরসিংদীতে ৩ জনকে ফাঁসি ও ময়মনসিংহে রমজান হত্যা মামলায় ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। নরসিংদীর পলাশে শিশু ছানাউল্লা হত্যা মামলায় মা জাহানারা আক্তার ও তাঁর প্রেমিককে মৃত্যুদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। ৮ জনের সাক্ষ্য গ্রহণ শেষে দুপুরে এ আদেশ দেয়া হয়। ২০১১ সালে প্রেমিক হানিফের সহযোগিতায় ছানাউল্লাহকে হত্যা করে মা জাহানারা। এদিকে গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধু রোজিনাকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গেলো ১৫ই জানুয়ারি শাশুড়ি পারভীনকে হত্যা করে রোজিনা। অন্যদিকে ময়মনসিংহের ত্রিশালে রমজান হত্যা ও ডাকাতি মামলায় ৮জনের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি