ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

একটি মানুষও গৃহহীন থাকবে না: প্রধানমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪১, ৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:২৬, ৩ মার্চ ২০১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশের একটি মানুষও গৃহহীন থাকবে না। আমি ঘর হারা মানুষকে ঘর-বাড়ি তৈরি করে দিয়েছি। বাংলাদেশের সবার টিনের ঘর থাকবে। আমি সবার এ ব্যবস্থা করে দিব। শনিবার আওয়ামী লীগ আয়োজিত খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় আওয়ামী লীগের সভাপতি হারুন-অর রশিদ। তিনি বলেন, খুলনার সব আসন আওয়ামী লীগ জয়ী হবে। আমরা এখানে সব আসনে আপনাকে জয়ী করে দিব। আমি আজীবন আওয়ামী লীগ করবো।

উল্লেখ্য, শনিবার বেলা পৌনে ১১টায় হেলিকপ্টারযোগে খুলনা মহানগরীর খালিশপুরে তিতুমীর নৌ-ঘাঁটির ভিভিআইপি হেলিপ্যাডে অবতরণ করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রীকে নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারা অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার চাদরে ঢাকা পড়েছে গোটা শিল্পনগরী। পুলিশ, র‌্যাব, গোয়েন্দারা সার্বক্ষণিক নজরদারি রাখছে জনসভাস্থলসহ আশপাশের এলাকায়। প্রধানমন্ত্রীর আগমনে পুরো খুলনা নগরীজুড়ে তৈরি করা হয়েছে তিন স্তরের নিরাপত্তা বেষ্টনি। পাশাপাশি তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা।

দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর এটি খুলনায় প্রধানমন্ত্রীর দ্বিতীয় সফর। এর আগে ২০১৫ সালে তিনি খুলনা শিপইয়ার্ডে এক অনুষ্ঠানে যোগ দেন।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি