ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

এশিয়ান গেমসে প্রথম পদক পেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১৬:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৬:৫৩, ৬ ফেব্রুয়ারি ২০১৬

sa gamesদ্বাদশ সাউথ এশিয়ান গেমসে প্রথম পদকের দেখা পেয়েছে বাংলাদেশ। মেয়েদের অনুর্ধ্ব-৪৮ কেজি ওজন শ্রেনীতে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের মোল্লা সাবিরা। স্ন্যাচ ও জার্ক মিলিয়ে সর্বমোট ১৪৩ কেজি ওজন তুলে তৃতীয় হন সাবিরা ।  এই বিভাগে ভারতের সেইখম মিরাবাই সানু স্বর্ণ ও শ্রীলংকার দিনুশা হানসানি গোমেজ রৌপ্য জয় করেন। সানু সর্বমোট ১৬৯ কেজি ওজন তোলেন । আর গোমেজ তোলেন মোট ১৪৫ কেজি ওজন । এই বিভাগে চতুর্থ হয়েছেন নেপালের মানিশা রানাভাট।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি