ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় সুজন হত্যা মামলায় ৩জনের ফাঁসির আদেশ

প্রকাশিত : ১৯:৪২, ১২ মে ২০১৬ | আপডেট: ১৯:৪২, ১২ মে ২০১৬

কুমিল্লার চান্দিনার সুজন হত্যা মামলায় ৩ জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক নুর নাহার বেগম শিউলী এ রায় দেন। সাজাপ্রাপ্তরা পুলিশী হেফাজতে রয়েছে। মামলার বিবরণীতে জানা যায়, ২০১২ সালের ১৬ই সেপ্টেম্বর সন্ধ্যায় কুমিল্লার মুরাদনগরের কালাডুমুর গ্রামের নজরুল ইসলামের ছেলে সুজন নিখোঁজ হয়। ২১শে সেপ্টেম্বর তার মৃতদেহ পাওয়া যায়। পরে সুজনের মা জাহানারা বেগম বাদী হয়ে চান্দিনা থানায় সুজনের তিন বন্ধুর নামে হত্যা মামলা দায়ের করেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি