ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী হত্যা মামলায় ৭১ জনের জামিন আবেদন নামঞ্জুর

প্রকাশিত : ১৯:৪৬, ১২ মে ২০১৬ | আপডেট: ১৯:৪৬, ১২ মে ২০১৬

আধিপত্য বিস্তার নিয়ে ঝিনাইদহের পদ্মাকর ইউনিয়নে আওয়ামী লীগ কর্মী আকামত মীর হত্যা মামলায় ৭১ জনের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছে আদালত। ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের বিচারক মো: মনিরুজ্জামান এ আদেশ দেন। এলকায় আধিপত্য নিয়ে গত ৮ এপ্রিল পদ্মাকর ইউনিয়নের ছয়াইল গ্রামে আওয়ামী লীগ সমর্থক দু’গ্র“পের সংঘর্ষে আকামত মীর নামে ইউনিয়ন আওয়ামী লীগের এক কর্মী নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই আকবর হোসেন মীর বাদি হয়ে ৭৩ জনের নামে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন। ওই মামলায় ৭১ জন আসামী আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর আদেশ দেন।  
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি