ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুষ্টিয়ায় দুর্বৃত্তের হামলায় যুবলীগ নেতা নিহত

প্রকাশিত : ১৯:৫০, ১২ মে ২০১৬ | আপডেট: ১৯:৫০, ১২ মে ২০১৬

কুষ্টিয়ার দৌলতপুরে দুর্বৃত্তদের হামলায় আক্কাস আলী নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বুধবার রাতে কুষ্টিয়া-প্রাগপুর সড়কের প্রাগপুর মাঠে এই হত্যাকান্ড ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, যুবলীগ নেতা আক্কাস আলীসহ দুইজন মোটর সাইকেলে প্রাগপুর থেকে দৌলতপুর যাচ্ছিলেন। পথে দুর্বৃত্তরা তাদের উপর হামলা চালায়। আক্কাস আলীকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়রা গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে। হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি