ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নিজামীর ফাঁসির রায় কার্যকর নিয়ে পাকিস্তান ও বাংলাদেশের পাল্টাপাল্টি বক্তব্য

প্রকাশিত : ২০:১৫, ১২ মে ২০১৬ | আপডেট: ২০:৩৪, ১২ মে ২০১৬

যুদ্ধাপরাধী জামাত নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দিয়েই যাচ্ছে পাকিস্তান-বাংলাদেশ। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার  দুপুর সাড়ে ১২টার দিকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নাজমুল হুদাকে তলব করা হয়। তাদের এই ধৃষ্টতামূলক আচরণের প্রতিবাদে পাকিস্তানের হাইকমিশনার সুজা আলমকে পাল্টা তলব করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাল্টা তলব করা হয়। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় সচিব ও কনস্যুলার মিজানুর রহমানের সঙ্গে দেখা করেন। এ সময় পাকিস্তানের আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পক্ষ থেকে একটি কূটনৈতিকপত্র তুলে দেয়া হয়। মতিউর রহমান নিজামীকে নিয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত এক সপ্তাহের মধ্যে দুই দফা বিবৃতি দিল। এর আগে ৬ মে বিবৃতি দিয়েছিল তারা। এদিকে নিজামীর ফাঁসি কার্যকরের পর বাংলাদেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আজ এ ঘোষণা দেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি