ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে তদন্ত চলছেঃ পুলিশের আইজিপি

প্রকাশিত : ১৭:২২, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:২৬, ৬ ফেব্রুয়ারি ২০১৬

অপরাধে জড়ানো পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশের আইজিপি একেএম শহীদুল হক। কনিবার দুপুরে সিলেটে হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশের উদ্যোগে ‘প্রবাসীদের অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে প্রশাসনের ভুমিকা’ শীর্ষক সেমিনার শেষে সাংবাদিকদের এ কথা বলেন। আইজিপি বলেন, যেসব সদস্য দোষি হচ্ছে তাদের চাকুরীচ্যুত করা হচ্ছে। আর যারা ফৌজদারী আইনের আওতাভুক্ত হচ্ছে তাদেরও বিচারের মুখোমুখি করা হচ্ছে। অনুষ্ঠানে সিলেটের ডিআইজি মিজানুর রহমান, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বক্তব্য রাখেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি