ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

নীলফামারীর চাঁদমনি আশ্রমে বড় হচ্ছে ৫৭ অনাথ শিশু

প্রকাশিত : ১৫:০১, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৫:০১, ১৩ মে ২০১৬

মা-বাবার আদর ছাড়াই বেড়ে উঠেছে ৫৭ অনাথ শিশু। নীলফামারীর জলঢাকার নিভৃতগ্রাম চাওড়াডাঙ্গিতে বড় হচ্ছে তারা। স্থানীয় চাঁদমনি আশ্রমে তাদের মানুষের মতো মানুষ করে গড়ে তুলছেন আলম দুলাল নামে এক সহৃদয়বান। বাড়ির নাম ‘চাঁদমনি নিবাস’। চাঁদেরই যেন হাট বসেছে ভেতরে। খুশি-আনন্দেই বেড়ে উঠছে বাড়ির শিশু-কিশোররা। কিন্তু, চাঁদের কলঙ্কের মতোই ওদের বুকজুড়ে না পাওয়ার হাহাকার। সব থেকেও, নেই কিছুই। বাবা-মা হারা এসব অনাথের বন্ধু বলতে ওরা নিজেরাই। চাঁদমনি নিবাসেই ওরা থাকে আর স্বপ্ন দেখে! আর এই স্বপ্ন দেখার সুযোগটা করে দিয়েছেন পিজিরুল আলম দুলাল নামে এক সমাজসেবী। মানবতার মহান ব্রত নিয়ে ১৬ বছরে অনাথ চার’শ শিশুকে গড়ে তুলেছেন। তাদের অনেকেই আজ উচ্চ শিক্ষা নিয়ে হয়েছেন প্রতিষ্ঠিত আর কেউ করছেন সংসার। স্থানীয়রা বলছেন, সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে দুলালের মতো সবাই যার যার মত করে অসহায় মানুষের পাশে দাঁড়ালে, মেধাবী অনাথ শিশুরা আর অনাদরে অবহেলায় ঝড়ে পরবে না। হবে না সমাজের বোঝা। তাদের আলোয় আলোকিত হবে দেশ।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি