ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরে মাসহিষ্টিরিয়ায় আক্রান্ত হয়েছে ২৩ ছাত্র-ছাত্রী

প্রকাশিত : ১৭:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৭:১৭, ৬ ফেব্রুয়ারি ২০১৬

Ekushey Television Ltd.

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বিল গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ ও ৭ম শ্রেনীর ২৩ ছাত্র-ছাত্রী মাসহিষ্টিরিয়ায় আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষককেরা জানান, সকালে ছাত্র-ছাত্রীরা এসেম্বিলির সময় হঠাৎ ৭ম শ্রেনীর এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এরপর আরো দুজন অসুস্থ্য হয়ে পড়লে আতংক ছড়িয়ে পড়ে। সেসময় সব ক্লাস বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। এরপর একে  একে ২৩ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মো. শফিকউল্ল্যাহ শিক্ষার্থীদের সুস্থ্য হয়ে যাবে জানিয়ে আতংকিত না হওয়ার পরামর্শ দেন ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি