ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ শিক্ষক সমিতির ১১ দফা দাবি

প্রকাশিত : ১৯:২৩, ১৩ মে ২০১৬ | আপডেট: ১৯:২৩, ১৩ মে ২০১৬

মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের আগেই শিক্ষকদের নিয়মিত বার্ষিক প্রবৃদ্ধি, সৃষ্টপদে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের এমপিও-ভুক্তিসহ মোট ১১ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, সরকারি ও বেসরকারি মাধ্যমিক স্কুলের শিক্ষকদের মধ্যে ব্যাপক বেতন বৈষম্য রয়েছে। অথচ সরকারি শিক্ষকদের ন্যায় একই শিক্ষাক্রমের আওতায় দায়িত্ব পালন করেন বেসরকারি শিক্ষকরা। বক্তারা অভিযোগ করেন, শিক্ষকদের পদোন্নতিসহ শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনায় তারা চরমভাবে বঞ্চিত। এ বৈষম্য অবসানের লক্ষ্যে বিক্ষিপ্তভাবে স্কুল জাতীয়করণ বন্ধ করে ২০১৬-১৭ অর্থ বছরের মধ্যে মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণের দাবি জানান বক্তারা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি