ঢাকা, বুধবার   ২৬ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল নগরীতে পানির তীব্র সংকট

প্রকাশিত : ১১:৩৭, ১৪ মে ২০১৬ | আপডেট: ১১:৩৭, ১৪ মে ২০১৬

Ekushey Television Ltd.

বিশুদ্ধ পানির তীব্র সংকট বরিশাল নগরীতে। গভীর নলকূপে উঠছে না পানি। অনেক জায়গায় সরবরাহ লাইনেও পানি নেই। এ অবস্থায় দৈনন্দিন কাজ নিয়ে বিড়ম্বনায় পড়েছে মানুষ। পরিস্থিতি সামাল দিতে গাড়িতে করে পানি সরবরাহ করছে সিটি কর্পোরেশন। গ্রীষ্ম মৌসুমে পানির স্তর নিচে নেমে গেছে। নেই বৃষ্টির দেখাও। তাই বিশুদ্ধ পানির চরম সংকট বরিশাল নগরীতে। অনেক বাড়িতেই আছে গভীর নলকুপ, কিন্তু, তা কাজে দিচ্ছে না। ৫ লাখ নগরবাসীর চাহিদা দৈনিক সাড়ে ৪ কোটি লিটার পানি। সেখানে বরিশাল সিটি কর্পোরেশন সরবরাহ করছে মাত্র ২ কোটি ৫৬ লাখ ৫০ হাজার লিটার। নগরবাসী বলছেন, ব্যবহারিক প্রয়োজন মেটাতে অনেক এলাকাতেই নদী-খালের পানির উপর নির্ভর করতে হচ্ছে। এদিকে, সিটি কর্পোরেশন জানিয়েছে, নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট চালু হলে বিশুদ্ধ পানির সমস্যা কেটে যাবে। ভূ-গর্ভের পানি স্বাভাবিক অবস্থায় ফেরার আগ পর্যন্ত, সিটি কর্পোরেশনের নির্ধারিত পানির গাড়ি যাতে নগরবাসীর কাছে বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করে এ প্রত্যাশা সবার।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি