ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

দুর্বৃত্তের হামলায় বৌদ্ধ ভিক্ষু নিহত

প্রকাশিত : ১৫:২৫, ১৪ মে ২০১৬ | আপডেট: ১৫:২৫, ১৪ মে ২০১৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারির উপরশাখপাড়ায় বৃদ্ধ এক বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে বিহারে তাঁর লাশ পাওয়া গেছে। নিহত বৌদ্ধ ভিক্ষুর নাম উ গাইন্দ্যা । তিনি গ্রাম থেকে কিছুটা দূরে উপর চাকতারা বিহারে একাই থাকতেন। ভিক্ষু হওয়ার আগে তার নাম ছিল মংসৌই উ চাঁদ। স্থানীয়রা জানান, সকালে ওই বিহারে ভিক্ষুর খাবার দিতে গেলে তাঁর লাশ পাওয়া যায়। তাঁকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শুক্রবার গভীর রাতে তাঁকে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। তবে কে বা কারা কেন বৌদ্ধ ভিক্ষুকে হত্যা করেছে, তা এখনই বলা যাচ্ছে না।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি