ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

৩মাসে নিহত হিন্দু পুরোহিত ২জন , খ্রীস্ট সম্প্রদায়ের ১ নেতা ও বৌদ্ধ ভিক্ষু ১জন

প্রকাশিত : ১২:৫৫, ১৫ মে ২০১৬ | আপডেট: ১২:৫৫, ১৫ মে ২০১৬

গত তিন মাসে চার জেলায় খুন হয়েছেন দুই হিন্দু পুরোহিত, খ্রীস্ট সম্প্রদায়ের এক নেতা এবং একজন বৌদ্ধ ভিক্ষু। এর মধ্যে কেবল একটি হত্যা মামলার অভিযোগপত্র জমা দিতে পেরেছে পুলিশ। সবশেষ বৌদ্ধ ভিক্ষু খুনের সাথেও ধর্মভিত্তিক জঙ্গিদের স¤পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে। এসব ঘটনায় উদ্বিগ্ন ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা। গত চার মাসে পঞ্চগড়, কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও বান্দরবানে খুন হন হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ও সাধু, খ্রীস্ট সম্প্রদায়ের নেতা ও বৌদ্ধ ভিক্ষু। পঞ্চগড়ে পুরোহিত যোজ্ঞেশ্বর রায় খুন হন গত ২১ ফেব্রুয়ারি। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির ৭ সদস্যের মধ্যে ৩ জন স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। চাঞ্চল্যকর এ মামলার অভিযোগপত্র দেয়া হলেও স্বস্তিতে নেই স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মানুষেরা। কুড়িগ্রামে হোসেন আলি নামে এক ধর্মান্তরিত খ্রিস্টানকে গলা কেটে হত্যা করা হয় গত ২২ মার্চ।  এ ঘটনায় গ্রেপ্তার হওয়া জেএমবির ৩ সদস্যের একজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তবে এখনো এ মামলার অভিযোগপত্র দেয়া হয়নি। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাধু পরমানন্দ রায় খুন হন ২২ এপ্রিল। এ মামলার প্রধান আসামি শরিফুল শেখ জবানবন্দি দিলেও অভিযোগপত্র কবে জমা দেয়া হবে তা বলতে পারছে না পুলিশ। পরমানন্দ রায় খুনের ঘটনায় ক্ষুদ্ধ স্থানীয়রা। সবশেষ শুক্রবার গভীররাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারি এলাকার চাকপাড়ায় খুন হন বৌদ্ধভিক্ষু উ গাইন্দ্যা। গলা কেটে হত্যা করা হয় তাকে। আগের ঘটনার মতো এ ঘটনায়ও ধর্মভিত্তিক জঙ্গিরা জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। উ গাইন্দ্যা হত্যার ঘটনায় উদ্বিঘœ হয়ে পড়েছেন বৌদ্ধ সম্প্রদায়ের মানুষেরা। বৌদ্ধ সম্প্রদায় ও বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তারা।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি