ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতলো বার্সেলোনা

প্রকাশিত : ১৮:৪৮, ১৫ মে ২০১৬ | আপডেট: ১৮:৪৮, ১৫ মে ২০১৬

স্প্যানিশ লা লিগায় লুই স্যুয়ারেজের হ্যাটট্রিকে গ্রানাডাকে ৩-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মত শিরোপা জিতলো বার্সেলোনা। অন্য ম্যাচে, দেপোর্তিভো লা করুনাকে ২-০ গোলে হারিয়ে রানার্স আপ হয়েছে রিয়াল মাদ্রিদ। শিরোপার লড়াইয়ে শুরু থেকেই আক্রমনাত্মক হয়ে উঠে বার্সেলোনা। গোল পেতে খুব বেশী অপেক্ষা করতে হয়নি তাদের। ২২ মিনিটে লুই স্যুয়ারেজ প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। ৩৮ মিনিটে নিজের ও দলের পক্ষে দ্বিতীয় গোল করলে উল্লাসে মেতে ওঠে বার্সা সমর্থকরা। বিরতির পরও সমান তালে খেলতে থাকে কাতালানরা। ৮৬ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলের জয় নিশ্চিত করেন স্যুয়ারেজ। এরপর আর গোল না হওয়ায় দারুন জয় নিয়ে মাঠ ছাড়ে লুই এনরিখের শিষ্যরা। পাশাপাশি টানা দ্বিতীয়বারের মত শিরোপা জয়ের আনন্দে মেতে ওঠে মেসি-স্যুয়ারেজরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি