ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নেপালের প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার ফোন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৭, ১২ মার্চ ২০১৮

ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্তের পর স্থানীয় সময় ৭টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী খাদগা প্রসাদ শর্মা অলির সঙ্গে টেলিফোনে কথা বলেন।

সোমবার প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছেন। নেপালের প্রধানমন্ত্রী হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেন।

খাদগা প্রসাদ শর্মা অলি জানান, দুর্ঘটনা ঘটার পর তিনি ঘটনাস্থলে ছুটে যান এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ত্রিভুবন বিমানবন্দর খোলার সঙ্গে সঙ্গে তিনি সাহায্যকারী দল নেপালে পাঠাবেন। এছাড়া প্রয়োজনীয় যত রকমের সাহায্য দরকার বাংলাদেশ তা করবে।

এসি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি