ঢাকা, মঙ্গলবার   ২১ জানুয়ারি ২০২৫

নিজামীর মৃত্যুদন্ড- কার্যকরের মধ্য দিয়ে দেশ আরো কলংকমুক্ত হবেঃ তাপস

প্রকাশিত : ১৬:২৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:০৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬

আগামী মাসের মধ্যেই শীর্ষ যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদন্ড- কার্যকরের মধ্য দিয়ে দেশ আরো কলংকমুক্ত হবে বলে মন্তব্য করলেন আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার দুপুরে রাজধানীর হাজারীবাগ সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। ফজলে নূর তাপস আরো বলেন, দেশ এগিয়ে গেলেও ষড়যন্ত্র থেমে নেই। ওয়ান ইলেভেনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগে ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামকে বিচারের কাঠগড়ায় দাড় করানোর দাবিও জানান শেখ ফজলে নূর তাপস।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি