ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রকাশিত : ০৮:৫৪, ১৬ মে ২০১৬ | আপডেট: ০৮:৫৪, ১৬ মে ২০১৬

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশু কন্যাসহ মা এবং পুলিশের এক এসআই নিহত হয়েছেন। গেল রাত ১১টার দিকে সায়েদাবাদ এলাকার জনপদ মোড়ে একটি কার্ভাড ভ্যান যাত্রীবাহী রিকশাকে ধাক্কা দেয়। এতে আরোহী মাহিনুর ও পাঁচ বছর বয়সী মেয়ে শাহনাজ গুরতর আহত হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে খিলক্ষেত এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে আহত হন চালক গুলশান পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি