ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বিএনপির শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পল্টন থানায় মামলা

প্রকাশিত : ১৫:৪৯, ১৬ মে ২০১৬ | আপডেট: ১৫:৪৯, ১৬ মে ২০১৬

বিএনপির শ্রমিক দলের নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।  নিহত শ্রমিক দল নেতা বাবুল সরকারের স্ত্রী বাদী হয়ে এ মামলা দায়ের করেন।  এদিকে, পুলিশ বলছে, ধানমন্ডি থানার নতুন কমিটিকে ঘিরে সৃষ্ট দলীয় কোন্দলের জের ধরেই এই হত্যাকান্ড। ঘটনায় আহত আরেক নেতা থানার সাধারন সম্পাদকের দাবি, চিনতে পেরেছেন হত্যাকারীদের। বিএনপির নয়া পল্টনের দলীয় কার্যালয়ে মিলাদ শেষে  ফেরার পথে অতর্কিত হামলায় মারা যান ধানমন্ডি থানা শ্রমিকদলের সাবেক সভাপতি বাবুল সরকার। ঢাকা মেডিকেল কলেজ মর্গে তাকে ঘিরেই স্বজন আর দলীয় নেতাকর্মীদের আহাজারি। একই ঘটনায় আহত শ্রমিক দলের সাধারন সম্পাদকের দাবী তিনি চিনতে পেরেছেন হত্যাকারীদের। পুলিশ বলছে, নতুন কমিটিকে ঘিরেই দলীয় কোন্দলের শিকার বাবুল। অচিরেই দোষীদের গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি