ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

নেপালে বাংলাদেশ হাইকমিশনে বিনামূল্যে ফোনের সুবিধা রবি ও এয়ারটেলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ১৩ মার্চ ২০১৮ | আপডেট: ১৪:৩১, ১৪ মার্চ ২০১৮

সোমবার কাঠমুন্ডুতে বিমান দুর্ঘটনার বিষয়ে দেশটিতে থাকা বাংলাদেশ হাইকমিশনে বিনামূল্যে ফোন কলের সুবিধা চালু করেছে রবি ও এয়ারটেল। বাংলাদেশ হাইকমিশনের জরুরী হটলাইন: +৯৭৭ ৯৮১ ০১০ ০৪০১ এবং  + ৯৭৭ ৯৮৬ ১৪৬ ৭৪২২- এ বিনামূল্যে ফোন করতে পারবেন এই দুই মোবাইল ফোন অপারেটরের গ্রাহকেরা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, ১৪ মার্চ রাত ১২টা পর্যন্ত নেপালে ঐ হটলাইন দুইটিতে ফোন বিনামূল্যে ফোন কলের সুযোগ পাবেন গ্রাহকেরা।

একই বিজ্ঞপ্তিতে, রবি পরিবারের পক্ষ থেকে দুঃখজনক এই ঘটনার জন্য গভীর শোক ও সমবেদনা জানানো হয়। দূর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে শোকাবহ পরিবার যেন শোক কাটিয়ে উঠতে পারে তার জন্য নিজেদের সহমর্মিতার কথা জানায় প্রতিষ্ঠানটি। একই সাথে আহত যাত্রীদের দ্রুত সুস্থতাও কামনা করা হয়।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি