ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মাদকাসক্ত শিশুর ৬০ শতাংশই পথশিশু, পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে তাদের পরিবার দায়ী

প্রকাশিত : ১৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:৩০, ৬ ফেব্রুয়ারি ২০১৬

drugদেশের মোট মাদকাসক্ত শিশুর ৬০ শতাংশই পথশিশু। এরা এ পথে আসার জন্য পরোক্ষ ও প্রত্যক্ষ ভাবে তাদের পরিবার দায়ী। শনিবার দুপুরে ঢাকা আহসানিয়া মিশন মিলনায়তনে পথ শিশুদের মাদকাসক্ত বিষয়ক সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন। মাদক ব্যবসার সাথে জড়িতদের শিশুরাও এ পথে পা বাড়াচ্ছে বলে দাবী বক্তাদের। মাদকাসক্তদের সঠিক চিকিৎসার আওতায় আনার তাগিদ দিয়েছেন বক্তারা । পারিবারিক বন্ধন শক্তিশালী করার দিকে মনোযোগ প্রয়োজন বলেও মন্তব্য করেন বক্তারা । মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের মহাপরিচালক সহ বিশেষজ্ঞরা আলোচনায় অংশ নেন।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি