ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

পানাম নগরী ও সর্দারবাড়ি পর্যটকদের কাছে আকর্ষণীয় করতে সহযোগিতা দেবে দক্ষিণ কোরিয়া

প্রকাশিত : ১৮:০৫, ৬ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৮:০৯, ৬ ফেব্রুয়ারি ২০১৬

n gonjনারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানাম নগরী ও বড় সর্দারবাড়ি পর্যটকদের কাছে আরো আকর্ষণীয় করতে সহযোগিতা দেবে দক্ষিণ কোরিয়া। সোনারগাঁয়ে দক্ষিণ কোরিয়ার ইয়াং ওয়ান কোম্পানির বড়সর্দার বাড়ি রেস্টোরেশন কাজের অগ্রগতি এবং পানাম নগরী পরিদর্শনে গিয়ে এ কথা জানান সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর। এ সময় অন্যান্যের মাঝে ছিলেন দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত সিওং দু, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি ক্যুলিনেয়ার, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদপ্তরের  মহাপরিচালক  আলতাফ হোসেন এবং ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ। পরে মন্ত্রী লোকজ উৎসব ও মেলা ঘুরে দেখেন।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি