ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

তনুর ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে

প্রকাশিত : ১৪:২৫, ১৭ মে ২০১৬ | আপডেট: ১৪:২৫, ১৭ মে ২০১৬

কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত মিলেছে। সিআইডি জানিয়েছে, ডিএনএ পরীক্ষায় ৩ জনের শুক্রাণুর অস্তিত্ব পাওয়া গেছে। এদিকে সিআইডির এই রিপোর্টকে সঠিক বলে মনে করছেন তারা বাবা-মা। তনু হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। ডিএনএ রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া গেছে, সিআইডির এমন রিপোর্ট জানার পর কান্নায় ভেঙে পড়েন কুমিল্লার কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর বাবা মা। তনুর মা আনোয়ারা বেগম বলেন, হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেছে, এখনও আসামি শনাক্ত হয়নি। যে বা যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দ্রুত বিচার ও উপযুক্ত শাস্তি চান তিনি। তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে তার আস্থা আছে। তিনিও তনু হত্যার দ্রুত ও সঠিক বিচার চান। ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসে তনুর মৃতদেহ পাওয়ার পর, থানা পুলিশ ও ডিবির হাত ঘুরে তদন্তের দায়িত্ব পায় সিআইডি। কয়েক দফায় ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে সংস্থাটি। তনুর মরদেহ কবর থেকে উত্তোলনের পর আলামত সংগ্রহ করে রাজধানীতে সিআইডি’র পরীক্ষাগারে আনা হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি